স্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলার কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর জামালপুর ঘাটের কাছাকাছি ট্রলারডুবিতে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
মৃত দুই ট্রলার কর্মচারীর একজনের নাম শওকত হোসেন (৪৫)। তিনি কুড়িগ্রামের চিতলমারী থানার জাকিয়াপাড়া গ্রামের মাহমুদ আলির ছেলে। অন্যজনের নাম নোয়াম আলি (৪২)। তিনি একই জেলা ও থানার মোদাব গ্রামের আলিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, এদিন ভোররাতে কালীগঞ্জের জামালপুর ও ঘোরাশাল পয়েন্টের মাঝামাঝি স্থানে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো সংবাদ পাওয়া যায়নি। সকালে ট্রলারটি ভাসতে দেখে নদীতে যাতায়াতকারী লোকজন খোঁজ নেয়। দুপুর ১২টার দিকে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে বালি পরিবহনের একটি ট্রলার ডুবে গিয়েছিল। উদ্ধারকৃত দু’টি লাশ ওই ট্রলারের। ট্রলারটি ঘোরাশাল থেকে কালিগঞ্জের দিকে আসছিল। ট্রলারে কোনো যাত্রী ছিল না। তবে ট্রলারের চালকসহ কয়জন কর্মচারী ছিল তা এখনো জানা যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা সাড়ে ৩ টা) নদী থেকে লাশ উদ্ধারের কাজ চলছিল। তবে আরও লাশ উদ্ধারের আশঙ্কা করছেন স্থানীয়রা।