স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে রাজবাড়ী মাঠে মঙ্গলবার রাতে জেলা সাংস্কৃতিক জোট এর আয়োজনে এ বিজয় মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম পি।
জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এড. ইস্তেকবালের সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম পি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নুরুল ইসলাম, গাজীপুর ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আলিম উদ্দিন বুদ্দিন এবং জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে খেলার মাঠ ধ্বংস এবং দখল করে কতিপয় সুবিধাবাদীর পকেট ভারী করার নিমিত্তে এ মেলা আয়োজনে গাজীপুরের সুশীল সমাজ ক্ষোভ প্রকাশ করেছে।