স্টাফ রিপোর্টারঃ কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় আহসান নীট কম্পোজিট লিমিটেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৩ জন দগ্ধ হয়েছে।
আজ শনিবার সকাল আনুমাণিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনার সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এসময় সিলিন্ডার কক্ষে কর্মরত ৩ জন অগ্নিদগ্ধ হয়। কারখানার অগ্নিনির্বাপক দল আহতদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ করেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক বিবরণ পাওয়া যায়নি।