স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা ক্রিড়া সংস্থার উদ্যোগে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শনিবার সন্ধ্যায় উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুল মাঠে শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন বকুল দর্জীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশীদ খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, থানার অফিসার ইন-চার্জ আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মোবারক হোসেন খান, কৃষকলীগ সভাপতি আইন উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, মহিলালীগ সভাপতি রওশন আরা সরকার, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রুহুল আমীন, যুবলীগ সভাপতি মাহবুব উদ্দীন সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম-সম্পাদক এনামূল হক সরকার প্রমূখ।
প্রধান অতিথি সিমিন হোসেন রিমি বলেন, সমাজকে মাদক মুক্ত করতে হলে খেলাধূলার কোন বিকল্প নেই। এ ব্যাপারে জন প্রতিনিধি সহ সমাজ সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে। ছেলে-মেয়েদের মাঠ মুখি ও ক্রীড়াঙ্গনে অংশ গ্রহন বাড়াতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
খেলায় ১৬ টি দল টুর্নামেন্টে অংশ গ্রহন করবে। নক-আউট পদ্ধতিতে টুর্নামেন্ট পরিচালিত হবে। আগামী ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।