স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে ২৭ ডিসেম্বর যেকোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
সংগঠনটির সভাপতি এইচ এম বদিউজ্জামান বলেছেন, ছাত্রলীগ সব নিয়ম-কানুন মেনে গাজীপুরে সমাবেশের আবেদন করেছে। তাদেরকেই সেখানে সমাবেশ করার অনুমতি দেয়া হবে বলে আশা করেন তিনি।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে বদিউজ্জামান এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। এছাড়া রাজধানীর অন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
বদিউজ্জামান বলেন, গাজীপুরের মাটিকে বিএনপি বারবার কলঙ্কিত করেছে। শহীদ তাজউদ্দীনের পুণ্যভূমি এবং আহসানউল্লাহ মাস্টারের রক্তস্নাত গাজীপুর। এ পবিত্র মাটিকে কলঙ্কিত হতে দিতে পারি না।
এ সময় তারেক রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে ছাত্রলীগের সহসভাপতি জয়দেব নন্দী, মোহাম্মদ হানিফ, যুগ্ম সম্পাদক শামসুল কবির, মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ, ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেলসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।