স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্র দলের ১০১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। হুমায়ূন কবির সরকারকে সভাপতি, জুনায়েদ হোসেন লিয়নকে সাধারণ সম্পাদক ও ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদী নতুন এ কমিটি ঘোষনা করা হয়।
হুমায়ূন কবির সরকারের সভাপতিত্বে ২০ ডিসেম্বর শনিবার বিকালে অনুষ্ঠিত ছাত্রদলের এক সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই কমিটি ঘোষনা করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হান্নান শাহ্ পুত্র বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, উপজেলা যুবদলের সভাপতি হোসেন সারোয়ার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু প্রমুখ।