স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুদিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার এশার নামাজ শেষ করে মসজিদের ইমাম মনতাজ আলী ও মুসল্লীরা মুদিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদটি তালাবদ্ধ করে চলে আসেন। গভীর রাতে চোরেরা তালা ভেঙ্গে মসজিদ থেকে দুইটি মাইকের হর্ন, একটি মাইক সেটসহ কমপক্ষে ৫০ হাজার টাকার মালামাল চুরি করে করে নিয়ে যায়।
মসজিদের ইমাম সাহেব ফজরের আজান দিতে এসে দেখতে পায় মাইকের যন্ত্রাংশ নেই। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। শত শত মানুষ মসজিদে এসে ভীড় জমিয়ে দেখছে অভিনব এ ঘটনা।