স্টাফ রিপোর্টারঃ সোমবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এ হরতালকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের পাশাপাশি রাজপথে সরব অবস্থান নিয়েছে সরকার সমর্থক আওয়ামলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতি বাড়ছে, বাড়ছে ভিড়।
এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় তারা হারতাল বিরোধী মিছিল করেছে। সোমবার সকাল ১০টা পর্যন্ত সরেজমিনে এই চিত্র দেখা গেছে।
সোমবার সকাল সাড়ে ৮টার পর থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে জমায়েত শুরু করে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের নেতা-কর্মীরা। ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজের নেতৃত্বাধীন এই জোট এভিনিউ চত্বরে সমাবেশ করতে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ এবং কার্যনির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন। এরপর আসেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জি এম আতিক।
নেতা-কর্মীদের উপসি'তি বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হরতালবিরোধী শ্লোগানের তীব্রতা বাড়তে থাকে।
এরপর সকাল ৯টা ৪০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এসময় তারা বিএনপি-জামায়াত জোটের হরতাল প্রতিরোধের শ্লোগান দেয়।
এ ছাড়া কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আসার কথা রয়েছে।