স্টাফ রিপোর্টারঃ ঢাকায় এসেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। জেট এয়ারওয়েজের একটি বিমানের করে শুক্রবার সকাল সোয়া ১০টায় ঢাকায় আসেন তিনি।
সন্ধ্যা ৭টায় যমুনা ফিউচার পার্কে ই-ম্যাকার্স আয়োজিত কনসার্টে গান করবেন অরিজিৎ।
কনসার্টে বাংলাদেশ থেকে গান করবেন নির্ঝর, ইমরান, কর্নিয়া।
কনসার্টের মিডিয়ার কর্ডিনেটর আফ্রিদ হাসান জানান, ‘অরিজিৎ এখন হোটেল ওয়েস্টিনে আছেন। সন্ধ্যায় কনসার্ট শেষ করে শনিবার সকালে তিনি ভারতে ফিরে যাবেন।’
প্রসঙ্গত গত ৫ ডিসেম্বর যমুনা ফিউচার পার্কে এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে অরিজিৎ সিংয়ের শারিরীক অসুস্থতার জন্য কনসার্টটি এক সপ্তাহ পিছিয়ে যায়।
এ প্রসঙ্গে ই-ম্যাকার্সের ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফ দ্য রিপোর্টকে বলেন, ‘অরিজিৎ-এর অসুস্থতার জন্য গত ৫ ডিসেম্বর কনসার্টটি স্থগিত করতে হয়েছিল। ১২ ডিসেম্বর সন্ধ্যায় কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি সব কিছু ভালোভাবেই শেষ হবে।’