স্টাফ রিপোর্টারঃ টঙ্গী রেলওয়ে জংশনে টঙ্গী-ঢাকা রুটে ‘টঙ্গী কমিউটার (ডেমু) ট্রেন’ উদ্বোধন করা হয়েছে। রেলমন্ত্রী। মঙ্গলবার সকালে রেলমন্ত্রী মুজিবুল হক এর উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মনসুর আলী সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন, রেলওয়ে (পূর্ব) মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট হুমায়ন কবির, টঙ্গী আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. রজব আলী প্রমুখ।
উদ্বোধন শেষে রেলমন্ত্রী যাত্রীদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা অনেকেই টঙ্গী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু টঙ্গী থেকে ঢাকায় ডাইরেক্ট কোনো ট্রেন নাই। তাই টঙ্গী থেকে ঢাকায় ডাইরেক্ট এই ট্রেন উদ্বোধন করা হলো।
রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন বলেন, টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত আরো দুইটি রেললাইন স্থাপন ও টঙ্গী জংশনকে আধুনিকায়ন করা হবে। ইতোমধ্যে রেললাইন স্থাপন কাজের অর্থ অনুমোদন হয়ে গেছে।
ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. কামরুল আহসান জানান, ঢাকা-জয়দেবপুর রুটে চলমান ৬শ’ জন যাত্রী ধারণক্ষম ডেমু ট্রেনটি প্রতিদিন টঙ্গী-ঢাকা পর্যন্ত ২টি স্পেশাল ট্রিপ দিবে। ঢাকা স্টেশন থেকে প্রতিদিন ভোর ৫টা ২৫মিনিটে ওই ট্রেনটি ছেড়ে যাবে এবং সকাল ৬টা ১০মিনিটে টঙ্গীতে পৌঁছাবে। আবার সকাল ৭টা ৪০মিনিটে টঙ্গী থেকে ছেড়ে যাবে এবং সকাল ৮টা ৩৫মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে। পথে শুধু ঢাকার বিমান বন্দর স্টেশনে থামবে। ভাড়া ধরা হয়েছে জনপ্রতি ১৫টাকা। সাপ্তাহিক বন্ধ রাখা হয়েছে শুক্রবার।
উদ্বোধন শেষে রেলমন্ত্রী যাত্রীদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা অনেকেই টঙ্গী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু টঙ্গী থেকে ঢাকায় ডাইরেক্ট কোনো ট্রেন নাই। তাই টঙ্গী থেকে ঢাকায় ডাইরেক্ট এই ট্রেন উদ্বোধন করা হলো।
রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন বলেন, টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত আরো দুইটি রেললাইন স্থাপন ও টঙ্গী জংশনকে আধুনিকায়ন করা হবে। ইতোমধ্যে রেললাইন স্থাপন কাজের অর্থ অনুমোদন হয়ে গেছে।
ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. কামরুল আহসান জানান, ঢাকা-জয়দেবপুর রুটে চলমান ৬শ’ জন যাত্রী ধারণক্ষম ডেমু ট্রেনটি প্রতিদিন টঙ্গী-ঢাকা পর্যন্ত ২টি স্পেশাল ট্রিপ দিবে। ঢাকা স্টেশন থেকে প্রতিদিন ভোর ৫টা ২৫মিনিটে ওই ট্রেনটি ছেড়ে যাবে এবং সকাল ৬টা ১০মিনিটে টঙ্গীতে পৌঁছাবে। আবার সকাল ৭টা ৪০মিনিটে টঙ্গী থেকে ছেড়ে যাবে এবং সকাল ৮টা ৩৫মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে। পথে শুধু ঢাকার বিমান বন্দর স্টেশনে থামবে। ভাড়া ধরা হয়েছে জনপ্রতি ১৫টাকা। সাপ্তাহিক বন্ধ রাখা হয়েছে শুক্রবার।