স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ তথ্য ও যোগাযোগ শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়নকে আরও বেগবান করতে দেশের প্রথমবারের মতো ডিজিটাল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টি গাজীপুরের হাইটেক পার্ক এলাকায় স্থাপিত হবে। এ লক্ষ্যে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ডিজিটাল বিশ্ববিদ্যালয় আইন নীতিগত ভাবে অনুমোদন দেওয়া হয়। তবে খসড়া নীতিমালায় প্রস্তাবিত নাম ডিজিটাল বিশ্ববিদ্যালয় থাকলেও মন্ত্রিসভার সদস্যরা এর নাম বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দেন।
সভা শেষে মন্ত্রি পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, গাজীপুরের হাইটেক পার্কে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ডিজিটাল ইউনিভার্সিটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইসিটি শিক্ষার গুণগত উৎকর্ষের মাধ্যমে উন্নয়নের গতি ত্বরান্বিত করাই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।
সচিব বলেন, এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হবে। তবে এটি মুলত হবে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।মন্ত্রিপরিষদ আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিলেও কিছু অনুশাসন ও পর্যবেক্ষণ দিয়েছে।
মোশাররাফ হোসেন বলেন, নামের ব্যাপারে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে এবং পর্যবেক্ষণ দেওয়া হয়েছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশ্ববিদ্যালয় করা, এর জন্য কিছু পদ্ধতি রয়েছে। বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি লাগে, এ বিষয়টি আইন চূড়ান্ত করার সময় ঠিক করা হবে।
এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা বা গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ আকর্ষণীয় করতে বেতন ও অন্যান্য সুবিধা গুরুত্ব দেওয়া হবে। পাশাপশি এখানে প্রথাগত শিক্ষার পাশাপাশি দূরশিক্ষণ ও অনলাইন শিক্ষার ব্যবস্থা থাকবে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় একাডেমিক কাউন্সিলে আইসিটি খাতের ব্যক্তিরা থাকবেন। থাকবেন এ খাতের উদ্যোক্তারা। একাডেমিক কাউন্সিলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মনোনীত দুজন আইসিটি শিল্প উদ্যোক্তা থাকবেন।