স্টাফ রিপোর্টারঃ টঙ্গীর মেইল গেট এলাকায় মাছিমপুর কো-অপারেটিভ মার্কেটে বৃহস্পতিবার দুপুরে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ওই মার্কেটের ৬টি তুলার গুদাম পুড়ে গেছে। মালিকদের দাবি দমকল কর্মীদের গাড়ি যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করলে তাদের বেশি ক্ষতি হতো না।
গোডাউন মালিক ও মার্কেটের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু সাকের জানান, দুপুর ১২টার দিকে মার্কেটের পাশের একটি বৈদ্যুতিক খুটি থেকে স্পার্কিংয়ের স্ফুলিঙ্গ এসে তুলার ডাস্টে পড়ে আগুনের সূত্রপাত হয়। পরে তা ফাশের ঝুট থেকে তৈরি ফিনিশিং তুলার গুদামে ছড়িয়ে পড়ে। মূহুর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে তার দুইটি গুদামছাড়াও লিপনের ১টি, জব্বার আলীর ১টি, কনকের ১টিসহ ৬টি তুলার গুদাম পুড়ে গেছে। আগুন লাগার শুরুতেই টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর জানানো হয়। ঘটনাস্থল ফায়ার স্টেশনের অল্প দূরে থাকার পরও খবর দেয়ার প্রায় আধা ঘন্টা পর তারা পাণিশূণ্য গাড়ি নিয়ে আসেন আগুন নেভাতে। পরে আবার স্টেশন থেকে পানিবাহী গাড়ি নিয়ে এসে আগুন নেভানো কাজ শুরু করেন। মালিকদের দাবি দমকল কর্মীদের গাড়ি যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করলে তাদের বেশি ক্ষতি হতো না।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম মিয়া জানান, বৈদ্যুতি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। তবে আগুন নেভানোর কাজে খালি গাড়ি নিয়ে ঘটনাস্থলে বিলম্বে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে আগুনের নেভানোর কাছে ব্যাস্ত আছেন বলে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।