স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে শেখ কামাল নিটল টাটা প্রথম বিভাগ ফুটবল লীগ-২০১৪ শুরু হয়েছে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম শনিবার বিকেলে ওই ফুটবল লীগের উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় গাজীপুর মোহামেডান স্পোটিং ক্লাব ১-০ গোলে গাজীপুর বিপ্লব সংঘকে পরাজিত করে। গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, পুলিশ সুপার হারুন অর রশিদ পিপিএম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি মো. তাবিদ আউয়াল, সদস্য ইকবাল হোসেন, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন রফিজ, প্রাক্তন ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হারুন অর রশিদ প্রমুখ।
উদ্বোধনী খেলার ২৯ মিনিটের সময় রাসেলের দেওয়া গোলে গাজীপুর মোহামেডান স্পোটিং ক্লাব জয়ী হয়। ফুটবল লীগে দুটি গ্রুপে জেলার ১১টি দল অংশ নিচ্ছে।