স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) টঙ্গী অঞ্চলের ৪৮নং ওয়ার্ডে ৩৯ লাখ টাকা ব্যয়ে রাস্তা মেরামত উন্নয়ন কাজ উদ্বোধন করেন সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নান।
মঙ্গলবার দুপুরে টঙ্গীর বনমালা রেলক্রসিং থেকে হায়দারাবাদ ব্রীজ পর্যন্ত এ রাস্তা মেরামত কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে মেয়র মান্নান বলেন, আমরা ইতিমধ্যে এই ওয়ার্ডের জন্য ১ কোটি ৪০ লাখ টাকার কাজের প্রকল্প হাতে নিয়েছি। এছাড়া জাপানী সংস্থা জাইকার অধীনে এই ওয়ার্ডে রাস্তা এবং ড্রেনসহ ৯ কোটি টাকার কাজ হবে। কাজগুলো যাতে টেকসই হয় এবং জনগণের উপকারে আসে আমরা সেইভাবে কাজ করতে বড় অংকের বাজেট দিয়ে প্রকল্প হাতে নিয়েছি।
মেয়র আরও বলেন, আমরা গাজীপুর মহানগরবাসীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। কর্মের মাধ্যমে আমি গাজীপুর বাসীর হৃদয়ে থাকতে চাই। কারণ, কাজের কথাই মানুষ বেশী মনে রাখে।
টঙ্গীর কাউন্সিলর সফিউদ্দিন সফির সভাপতিত্বে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসিনা মমতাজ, জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন, টঙ্গী জোনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কবির আল আসাদ, স্বেচ্ছাসেবক দলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হাওলাদার, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতা কর্মীর এ সময় উপস্থিত ছিলেন।