স্টাফ রিপোর্টারঃ হরতাল চলাকালে বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
তবে পুলিশ ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে চান্দনা চৌরাস্তায় ঢাকাগামী ২৭ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় হরতাল সমর্থকরা। এতে বাসের কয়েকটি সিট পুড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।