স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ অবশেষে ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে বিএনপি এবং ছাত্রলীগ কাউকেই শনিবার সমাবেশ করতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার হারুন-অর রশিদ।
পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ার পর দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে আজ শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পলিশ সুপার।
তিনি বলেন, 'আমাদের কাছে তথ্য আছে একটি গ্রুপ এই সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে, যেহেতু কোনো পক্ষই এখন পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি, সেহেতু আমরা কাউকেই এখন আর এখানে ঢুকতে দিচ্ছি না। সবাইকে বের করে দিয়েছি এবং সমাবেশস্থল আমরা নিয়ন্ত্রণে নিয়েছি'।
এদিকে এই ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে মিঃ আলমগীর বলেন ''সরকার তাদের সমাবেশ বানচাল করার জন্য পূর্বপরিকল্পিতভাবে এই ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়েছে।
বিএনপি তাদের পরবর্তী করণীয় নির্ধারণ করতে শুক্রবার সন্ধ্যায় এক বৈঠক ডেকেছে।