স্টাফ রিপোর্টারঃ ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ২০১৫ সালে হজ গমনেচ্ছু যাত্রীরা মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়াও জাতীয় পরিচয়পত্র নম্বর জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার মন্ত্রী বলেন, আগামীকাল ১৫ ডিসেম্বর ২০১৪ থেকে ৫ ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। এ সময় যাদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নেই তারা জাতীয় পরিচয়পত্র নম্বর জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। পরবর্তীতে মেশিন রিডেবল পাসপোর্ট জমা দেয়া যাবে।
ধর্মমন্ত্রী আজ দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ প্যাকেজ-২০১৫ ঘোষণা এবং ২০১৫ সালে হজযাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দের উদ্দেশ্যে বক্তৃতাকালে এসব কথা বলেন।
তিনি বলেন, সৌদি সরকার পুরো হজ্জ ব্যবস্থাপনাকে ডিজিটাল ব্যবস্থাপনায় নিয়ে এসেছে। বাংলাদেশের সকল হজ কার্যক্রম ইলেকট্রনিক মাধ্যমে নিয়ে আসার অনুরোধ জানিয়ে সৌদি হজ মন্ত্রী ধর্ম মন্ত্রী বরাবর পত্র প্রেরণ করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের হজ কার্যক্রম অন্যান্য বছরের তুলনায় দুই মাস এগিয়ে নিয়ে আসা হয়েছে। বিষয়টি নতুন হওয়ায় হজযাত্রীদের যথাযথভাবে অবহিত করার জন্য তিনি সকল গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা আহ্বান করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মোঃ বাবুল হাসান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে মন্ত্রী সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু কয়েকজন হজযাত্রীর অনলাইন রেজিস্ট্রেশন করার মধ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন।