ডেস্কঃ চীনের জিনজিয়াংয়ের উরুমকি শহরে জনসমুখে মুসলিম নারীদের নেকাব (মুখঢাকা হিজাব) পরায় নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। ওই অঞ্চলটিতে উইঘুর মুসলিম সম্প্রদায়ের লোকদের বসবাস। সুত্র: বিবিসি
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, উরুমকির স্থানীয় প্রশাসন শিগগিরই এ আইন প্রণয়ন করতে যাচ্ছে।মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে ইসলামী পোশাক ও প্রতীকের বিরুদ্ধে চালানো প্রচারণার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চীনা সরকারের দাবি, উইঘুর সম্প্রদায়ের বিদ্রোহীরা দেশটিতে সাম্প্রতিক কয়েকটি সহিংস আক্রমণের জন্য দায়ী।ঐতিহ্যগতভাবে উইঘুর সম্প্রদায়ের মুসলিমরা শান্তিপূর্ণভাবে ধর্ম-কর্ম চালিয়ে থাকে। এ পর্যন্ত তারা অন্য কোনো সম্প্রদায়ের ওপর হামলা বা বিদ্বেষপূর্ণ মনোভাব প্রকাশ করেনি।
মেলবোর্নের লা ট্রোবে ইউনিভার্সিটির চীনা সম্প্রদায় বিষয়ে বিশেষজ্ঞ জেমস লেইবোল্ড বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, চীনা কমিউনিস্ট পার্টি এ ধরনের নিষেধাজ্ঞার ক্ষেত্রে ইন্ধন যোগাচ্ছে।
এর আগে গত আগস্টে দেশটির কারামে শহরে পাবলিক বাসে বড় দাড়িওয়ালা লোকদের চলাচল নিষিদ্ধ করা হয়।