স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুলিশের আইজি পদে নিয়োগ পেয়েছেন একেএম শহীদুল হক। এ ছাড়া র্যাবের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। আর ডিএমপি কমিশনার পদে হাইওয়ে পুলিশের ডিআইজি আছাদুজ্জামান মিয়াকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ এই দুটি পদে নতুন নিয়োগের এ আদেশ হয়। বুধবার বিকেল থেকে আদেশটি কার্যকর করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান অবসরে যাওয়ায় তাদের স্থলাভিষিক্ত হচ্ছেন শহীদুল হক ও বেনজীর আহমেদ।
শহীদুল হক আইজিপি’র পদোন্নতি পাওয়ায় তার দায়িত্বে পাঠানো হয়েছে সিআইডি প্রধানের (অতিরিক্ত আইজিপি) মোখলেছুর রহমানকে। তার বাড়ি টাঙ্গাইলে।
র্যাবের নতুন মহাপরিচালক বেনজীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন।
১৯৮৫ সালের বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বাহিনীতে যোগ দেন বেনজীর আহমেদ। তিনি সন্ত্রাস দমন বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বসনিয়া ও কসোভোতে কাজ করে এসেছেন তিনি।