স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের আইইউটি’তে কনক্রিটের পুনঃব্যবহার ও স্থায়ীত্বের ওপর দুদিনব্যাপি আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার গাজীপুরের বোর্ডবাজারস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসের মিলনায়তনে জাপান কনক্রিট ইন্সটিটিউট ও আইইউটি’র সিভিল ও পরিবেশ প্রকৌশল বিভাগ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
এতে কনক্রিট বিল্ডিং কাঠামোর নিরাপত্তা সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ, কনক্রিটের পুনঃব্যবহার ও স্থায়ীত্বের ওপর আলোচনা উপস্থাপন করা হয়। প্রথম দিনে অধ্যাপক তারেক উদ্দিন, অধ্যাপক নবুয়াকি অটসুকি, অধ্যাপক একেএম সদরুল ইসলাম, অধ্যাপক শহিদুল্লাহ ও অধ্যাপক এম শামীম জেড বসুনিয়া বক্তব্য রাখেন।
দু’দিনব্যাপি এই কর্মশালায় দেশী বিদেশী ১২১টি প্রতিষ্ঠানের ১৮৫ জন প্রকৌশলী অংশ নিচ্ছেন। কর্মশালা সোমবার শেষ হবে।