স্টাফ রিপোর্টারঃ জামায়াতের ডাকা হরতালের সমর্থনে মিছিল ও গাড়ি ভাংচুরের অভিযোগে আটক জামায়াত- শিবিরের ৫ কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেসমিন নাহার জামায়াতের অভিযুক্ত ওই পাঁচ জনের প্রত্যেককে তিন মাসের করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জয়দেবপুর থানার ওসি খন্দকার মো.রেজাউল করিম রেজা জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকা হতে হরতালের সমর্থনে মিছিল ও গাড়ি ভাংচুরের অভিযোগে জামায়াত ও শিবিরের ৫ কর্মীকে পুলিশ আটক করে। পরে বুধবার দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত ওই দণ্ডাদেশ দেয়। বিকেলে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
দন্ড প্রাপ্তরা হলেন- কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কাবিশাহির গ্রামের মৃত রেহাত উদ্দিনের ছেলে আবু হানিফ (৩৮), নাটোর জেলার বানাতি পাড়া থানার দেবনগর গ্রামের মো. শাহজাহান শেখের ছেলে মো. রুবেল হোসেন রানা (২৩), বরিশাল জেলার কতোয়ালী থানার ভাতখালী গ্রামের নুর মোহাম্মদ শিকদারের ছেলে হারুন উর রশিদ (৫২), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামের মো. শাহজাহানের ছেলে জহিরুল ইসলাম (৩০) এবং কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়ণপুর গ্রামের মো. নুরুল ইসলাম মোল্লার ছেলে আমিরুল ইসলাম (৪২)।