গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের বড়বাড়ি এলাকায় স্থানীয় প্রশাসনের সহযোগীতায় যাত্রার নামে চলছে উলঙ্গ ও অশ্লীল নৃত্য। মঙ্গলবার সকালে স্থানীয় এলাকাবসী ওই যাত্রা মঞ্চে হামলা করে ভাংচুর করেছে।
এসময় আয়োজক কমিটির ভারাটে লোকজনের হামলায় ১০দর্শনার্থী আহত হয়েছে। আহতরা হলেন আমিন, রুবেল, সফিক, মিলন, কামাল, মিজান, আতিক হাসান, মিন্টু ও রেজাউল হাসান। তাদেরকে টঙ্গী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, গাজীপুর জেলা প্রশাসনের সহযোগীতায় ৫/৬ দিন যাবৎ যাত্রার নামে রাতভর চলে উলঙ্গ ও অশ্লিল নৃত্য। আর এসব দেখে স্থানীয় স্কুল কলেজের উঠতি বয়সের ছাত্র/ছাত্রী এবং দরিদ্র পরিবারের সাধারণ নিন্ম আয়ের বিশেষ করে দিনমুজুর, রিকশা চালকসহ বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ হচ্ছে বিপদগামী। বাড়ছে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ। এধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে স্থানীয় জেলা প্রশাসনকে বার বার অনুরোধ করা সত্বেও তা বন্ধ করা হচ্ছে না রহস্যজনক কারনে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে যাত্রা মঞ্চে হামলা করে। এসময় আয়োজক কমিটির ভাড়াটে লোকজন এলাকাবসীর ওপর হামলা করে এলোপাতারী পিটিয়ে আহত করে।
এব্যপারে আয়োজক কমিটির কর্মকর্তা রমজান আলী মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অশ্লীল নৃত্যের বিষয়টি সঠিক নয়। আমি মহামান্য হাইকোর্ট থেকে অনুমতি এনে যাত্রা চালাচ্ছি। তাছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা সবাই এ বিষয়টি অবগত আছেন। আমি সংশ্লিষ্ট সকলকে ম্যানেজ করে এবং মেয়েদের বোরকা পরিয়ে নৃত্য করাচ্ছি। তারপরও যদি প্রশাসন তা বন্ধ করে দেয় তবে করার কিছু নেই। মারামারীর কথা অস্বীকার করে তিনি আরো বলেন, গত মঙ্গলবার রাতে অনেক লোক হয়েছিল তাই দর্শকরা একটু হৈচৈ করেছে।
এবিষয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন-অর রশিদ বলেন, আমি বেশ ক’দিন জেলায় ছিলাম না, গত মঙ্গলবার এসেছি। টঙ্গীতে যাত্রার নামে অশ্লীল নৃত্য সমন্ধে আমার কিছু জানা নেই। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অশ্লীল কোন কার্যক্রম এ জেলায় চলবে না। আমি অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।
এব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলাম জানান, রমজান মিয়া আদালতের অনুমতি নিয়ে যাত্রাপালা চালাচ্ছে। অশ্লীলতার বিষয়টি সর্ম্পকে আমি কিছু জানি না। এধরনের কোন ঘটনা ঘটে থাকলে তার ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল জানান, বিষয়টি আমার দেখার কথা নয় এটি মন্ত্রী মহোদয় জানেন। তারপরও যদি যাত্রার নামে অশ্লীলতা হয়ে থাকে তবে স্থানীয় জনগনকে সাথে নিয়ে তা বন্ধ করে দেয়া হবে।
এব্যাপারে মুক্তিযোদ্ধা মন্ত্রী অ্যাডভোকেট মোজাম্মেল হক এর মুঠো ফোনে বার বার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
- রায়হানুল ইসলাম আকন্দ
- রায়হানুল ইসলাম আকন্দ