আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বসবাসরত মুসলিম, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বীদের হিন্দু দেবতা রামের সন্তান বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জয়তী (৪৭)। বিতর্কিত এ মন্তব্যের জেরে ক্ষমা চাওয়া সত্ত্বেও তার পদত্যাগ দাবি করেছে বিরোধী দলগুলো। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের লোকসভায় মঙ্গলবার নিজ বক্তব্যের জন্য ক্ষমা চান জয়তী। কিন্তু বিরোধী দলের সদস্যরা এটা পর্যাপ্ত নয় বলে তার পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে জয়তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করারও হুমকি দিয়েছেন তারা।
জয়তীর বিতর্কিত মন্তব্যের বিষয়ে এ দিন দেশটির পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই কঠোর সমালোচনা হয়। উভয় কক্ষের অনেক সংসদ সংসদ সদস্যই তার পদত্যাগের পাশাপাশি শাস্তি দাবি করেন।
তবে জয়তী বলেছেন, ‘আমি আমার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছি। এর বেশি আর কী করতে পারি?’
এদিকে জয়তীর বিতর্কিত বক্তব্যে বিব্রত তার দল বিজেপি। দলের পক্ষ থেকে এ ধরনের বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করা হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিজেপি নেতা অরুণ জেটলি বলেছেন, ‘মন্ত্রীর বক্তব্য অসঙ্গত ও অগ্রহণযোগ্য।’
এ দিন সকালে দলীয় সংসদ সদস্যদের হুঁশিয়ার করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘জাতিকে নিয়ে কোনো ভাষণ দেবেন না। এ ব্যাপারে কোনো আপোস করা হবে না।’
দিল্লিতে আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচারণায় অংশ নিয়ে সোমবার এক র্যালিতে জয়তী বলেন, ‘দিল্লির জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা রামজাদা (রামের অনুসারী) না অবৈধদের সরকারে বসাবে।’
এরপর তিনি বলেন, ‘যারা রাম ও ঐক্যবদ্ধ ভারতে বিশ্বাস করেন না তাদের উদ্দেশে বলছি, এই দেশে খ্রীষ্টান বা মুসলিম সবাই রামের সন্তান। যে এতে সম্মত নয়, তার এই দেশের ওপর বিশ্বাস নেই।’
তার এই বক্তব্যের পর পরই দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।