স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় টেম্পো উল্টে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন টেম্পো চালকসহ অন্তত সাতজন।
শুক্রবার সকাল ১০টার দিকে বরাবপাকার মাথা এলাকার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান।
জয়দেবপুর রেলওয়ে জংশনের সহকারী উপ-পরিদর্শক মো. দাদন মিয়া বলেন, ওই স্থানে কোনো ‘গেইট ব্যারিয়ার’ না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ওই ক্রসিং পার হওয়ার সময় সাকাশ্বর থেকে কোনাবাড়িগামী একটি টেম্পো লাইনে উঠে যায়। এতে ট্রেনের ধাক্কায় টেম্পোটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং চালকসহ অন্তত আটজন আহত হন। আহতদের গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার বলেন, বেলা সোয়া ১২টার দিকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মাথা থেঁতলানো লাশ হাসপাতালে আনা হয়। তিনি ওই দুর্ঘটনায় আহত হয়েছিলেন। আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানরা গেছে। এরা হলেন- জহিরুল ইসলাম, জিন্নত আলী ও কুদ্দুছ মোল্লা। তাদের বাড়ি কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায়।