স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইন: গাজীপুরে কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া গ্রামে দুগ্রুপের মধ্য সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১২জন।
জানা গেছে, নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- চৈতারপাড়া গ্রামের করিম প্রধানের ছেলে মোশারফ হোসেন ও মৃত সামেদ আলীর ছেলে রুহুল আমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে চৈতারপাড়ায় এক তরুণীর সঙ্গে প্রেমঘটিত সম্পর্ককে কেন্দ্র করে গ্রামের আতাউর ও সাদেক নামে দুই জনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। এনিয়ে পরে দুই জনের পক্ষ নিয়ে দেশিয় অস্ত্র-শস্ত্রে সেজে সংঘর্ষে লিপ্ত হয় গ্রামবাসী। এসময় উভয় পক্ষে আহত হয় ১২জন।
আহতরা হলেন- মোহাম্মদ আলীর ছেলে মো. সোহেল, আব্দুল হাইয়ের ছেলে মামুন, মনোয়ার হোসেনের ছেলে মো. শাহিন, আতাউর রহমানের ছেলে রেজাউল হক, আব্দুল আজিজের ছেলে মোস্তফা, করিম প্রধানের ছেলে মোশারফ হোসেন, সমর আলীর ছেলে আতাউর রহমান ও মৃত সামেদ আলীর ছেলে রুহুল আমিন।
স্থানীয় লোকজন পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে শাহিন ও মামুনকে ভর্তি রেখে অন্যদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয।
বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে রুহুল আমিন ও মোশারফ হোসেনের মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভূঁইয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।