স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচে জাঙ্গালীয়া ইউনিয়ন মুখোমুখি হয় ব্রাহ্মণগাঁও ফুটবল একাদশ। এতে ব্রাহ্মণগাঁও ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জাঙ্গালীয়া ইউনিয়ন ফুটবল একাদশ।
শুক্রবার বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও মাদ্রাসা মাঠে ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শরীফুল ইসলাম তোরণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, সাধারণ সস্পাদক আব্দুল গনি ভূঁইয়া, গাজীপুর জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শাহাবউদ্দীন।
অন্যদের মধ্যে মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, সাবেক সহ-সভাপতি আব্দুল হেকিম ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক একেএম জায়েদুল ইসলাম মোল্লা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দল জাঙ্গালীয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ট্রফি তুলে দেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি।
খেলা শেষে বিজয়ী দল জাঙ্গালীয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ট্রফি তুলে দেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি।