মুহাম্মদ আতিকুর রহমান আতিকঃ গাজীপুরের কালীগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন।
‘খ্রিষ্ট প্রভু মুক্তিদাতা ইহলোকে এসেছেন শান্তি দিতে’ এ কামনায় কালীগঞ্জের গির্জাগুলোতে দুই দফায় খ্রিষ্টযাগ করা হয়েছে। মোমবাতি জ্বালিয়ে আবৃত্তির ভঙ্গিমায় উপজেলার গির্জাগুলো মুখরিত হয়ে উঠেছে যিশু ভক্তদের শান্তি কামনায়।
আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে হাজার হাজার যিশুভক্ত ভিড় করেছেন গির্জাগুলোতে। সকাল ৭টায় খ্রিষ্টযাগের মধ্য দিয়ে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা। পরে সকাল ১০টায় বড়দিনের কেক কেটে পরস্পর শুভেচ্ছা বিনিময়ের পর শুরু হয় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের আকর্ষণীয় আয়োজন কীর্তন অনুষ্ঠান।
উপজেলার ৫টি মিশনের তুমলিয়া গির্জায় ফাদার টেনিস লাস গমেজ, নাগরী কালীগঞ্জে বিপুল উদ্দীপনায় বড়দিন উদ্যাপিত গির্জায় ফাদার আলবিন গমেজ, মঠবাড়ি গির্জায় ফাদার সুব্রত টলেন টুনু, রাঙ্গামাটিয়া গির্জায় ফাদার শ্যামল লরেন রেগো ও দড়িপাড়া গির্জায় ফাদার আলফ্রেড গমেজ প্রার্থনা করেন। প্রভু যিশু ইহলোকে এসেছেন শান্তির বাণী নিয়ে। তারা প্রার্থনা করেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাই আলাদা না থেকে একসঙ্গে বসে সুষ্ঠু সমাধান করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। তাহলে মুক্তি ও শান্তি ফিরে আসবে দেশে। মুক্তিদাতা যিশুকে বরণ করার জন্য নিজেদের মধ্যকার স্বার্থপরতা বিভেদ এবং যা অন্যায় তা পরিহার করে অন্তরে অন্তরে নতুন হয়ে ওঠার আহ্বান জানান। নতুন ভ্রাতৃত্ব সমাজ গড়ে তোলার জন্য প্রভু যিশুকে বিশ্বাস করে আরো উদ্যোমী হয়ে ওঠার কথাও বলেন।
প্রার্থনা শেষে সবাই আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে দল বেঁধে ঘুরে বেড়ায়। বড়দিনের উৎসবের আনন্দে গির্জাগুলো বিভিন্ন সাজে সজ্জিত হয়েছে। বাড়িতে এবং গির্জাগুলোতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। এখানকার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে তৈরি হয়েছে বাহারি রকমারি পিঠা ও কেক। তবে শিশুদের জন্য বিশেষ আকর্ষণ ছিল লাল রঙের পোষাক পরিহিত বুড়ো সান্তা ক্লজের কাছ থেকে উপহার গ্রহণ।
বড়দিনের অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গির্জাগুলোতে তাদের সঙ্গে উৎসবে যোগ দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, প্রাক্তন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, থানা বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান আলমসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান আমাদের জানান, বড়দিন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। বড়দিনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উপজেলার সকল গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ জন্য অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কালীগঞ্জের গুরুত্বপূর্ণ রাস্তায় টহল ও অনুষ্ঠানস্থলে র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।