স্টাফ রিপোর্টারঃ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ব্যক্তিগত উদ্যোগে তার নিজ বাড়িতে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপি নেতাকর্মীদের এক বিশাল মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত মিলন মেলায় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, গণতন্ত্রমনা মানুষের ভোটের অধিকার আদায়ে আগামী শনিবার গাজীপুরে ২০দলীয় জোটের মহাসমাবেশ যেকোনো মূল্যে হবে।
তিনি বলেন, সরকার বুদ্ধিমান হলে দেশনেত্রীর সমাবেশ বাধাগ্রস্ত করবে না। এরই মধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হতে চলছে। সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের মাঝে যেমন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আছে তেমনি সরকারের আচরণ নিয়ে উৎকণ্ঠাও আছে।
হান্নান শাহ বলেন, কাউকে কথা বলতে না দেয়া তার স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। দেশব্যাপী জোটের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ২৭ ডিসেম্বর গাজীপুরের সমাবেশে খালেদা জিয়া বক্তব্য রাখবেন। সরকারের দুর্বলতা আছে বলেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, আমরা আশা করব, এ সমাবেশে সরকার বাধা না দিয়ে তাদের বুদ্ধিমত্তার পরিচয় দেবে। তিনি উপস্থিত দলীয় নেতাকর্মীদের গাজীপুরে শনিবারের সমাবেশে যোগ দেয়ার আহবান জানান।
উপজেলার ঘাগটিয়া গ্রামের হান্নান শাহ’র আহবানে নিজ বাড়ির আঙ্গিনায় প্রতিবছরের মত এবারো হাজার হাজার নেতাকর্মীর মিলন ঘটে।
দীর্ঘদিন পর বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পদভারে অনুষ্ঠানস্থলের আশপাশে ছিল উপচেপড়া ভিড়। দলীয় কর্মীদের দেখে একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময়ে কারো কমতি ছিল না।
দেখা মাত্রই একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে এলাকা এবং পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজ-খবর নেন। নির্মিত বিশাল প্যান্ডেলে উপস্থিত সবার জন্য উন্মুক্ত খাবারের ম্যানোর দিকে কারো যেন তেমন একটা নজর ছিল না।
সবাই যেন নিজের উপস্থিতি জানান দিতে ব্যস্ত সময় পার করছিলেন। বিশাল আয়োজনে শরিক হতে পেরে আত্মতৃপ্তির ঢেকুড় গিলে বাড়ি ফিরেছেন তারা। দলের মহিলাকর্মীদের উপস্থিতিও ছিল দৃশ্যমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, বিএনপি নেতা হান্নান শাহ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ফকির কামাল হোসেন, ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা যুবদলের সভাপতি হোসেন সারোয়ার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু, উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ূন কবির, সাংগঠনিক সাধারণ সম্পাদক ইমরান হোসেন শিশির, মহিলা দলের সভানেত্রী কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন অলক প্রমুখ। এছাড়া কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।