গাজীপুর অনলাইনঃ র্দীঘ দিন পর গতকাল শনিবার বিকালে আওয়ামীলীগের বিদ্রোহী গ্রুপ হিসাবে পরিচিত বহিস্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের একাংশের শতাধিক নেতা-কর্মী উপজেলা শহরের প্রাণকেন্দ্র কাপাসিয়া বাজারের প্রধান সড়কে মহড়া দিয়েছে।
বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা কাপাসিয়ার দলীয় কার্যালয় থেকে পুরাতন বাসষ্ট্যান্ড, মুক্তিযোদ্ধা সংসদ ও কাচাঁ বাজার এলাকায় সংঘবদ্ধ হয়ে মহড়া দিতে দেখা গেছে।
এ সময় তাদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল হক মাষ্টার, দপ্তর সম্পাদক ইয়ামীন খান সমর, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন মাষ্টার, জেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দরজী, ছাত্রলীগ নেতা জামান মোড়ল, বিপুল প্রমূখ।