স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের চক্রবর্তী এলাকায় এক ব্যবসায়ী নিজাম উদ্দিনকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের মৃত দেহ বুধবার সকালে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরের চক্রবর্তী এলাকার পদ্মা গার্মেন্টস কারখানার পাশে দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাতে এলোপাথারি কুপিয়ে জমি ব্যবসায়ি নিজাম উদ্দিনকে হত্যা করে।
খবর পেয়ে চক্রবর্তী ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের বাড়ি ঢাকার আশুলিয়া থানার শিমুলিয়া এলাকায়।