স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে ছিনতাইকারীর গুলিতে এক পরিবহন শ্রমকি নিহত হয়েছে। নিহত রোমনের (২৭) বাড়ী ময়মনসিংহে। রোবাবর বেলা ১১টায় গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ব্র্র্র্যাক ব্যাংকের নিচে এ ঘটনা ঘটে।
কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় স্থানীয় বিকাশ এজেন্ট আতিকের কাছ থেকে পিস্তল ঠেকিয়ে গুলি করার ভয় দেখিয়ে দুই ছিনতাইকারী এক লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আতিক ছিনতাইকারী বলে চিৎকার দিলে পরিবহন শ্রমিক রোমন ছিনতাইকারীদের ধাওয়া করে। এসময় ছিনতাইকারীরা প্রকাশ্যে রোমনের বুকে গুলি করে পিস্তল ফেলে দৌড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রোমন মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও রোমনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ছিনতাইকৃত টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যৗাহত রয়েছে বলে দাবী করেন পুলিশের ওই কর্মকর্তা