স্টাফ রিপোর্টারঃ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি বলেছেন, গ্রামীণ উন্নয়নে বাংলাদেশ আজকে অনেক উন্নত। দেশের মানুষ যা কিছু পায় শেখ হাসিনার হাত দিয়েই, আওয়ামী লীগের হাত দিয়েই পায়। এ সরকারের আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, সবব্জি উৎপাদন ৫ গুন রেড়েছে, মানুষের গড় আয়ু বেড়েছে, শিক্ষার উন্নতি হয়েছে, মাতৃ মৃত্যুর হার কমেছে। ৫ বছরে সারের দমে ৪ বার কমিয়েছে। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে ১২ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে।
মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসে তখন দেশে ৪০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। আওয়ামীলীগ ক্ষমতায় থাকার সময় দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব খাদ্য সংস্থার সেরেস পদক পেয়েছিলেন। আমরা ২০০১-২০০৮সাল পর্যন্ত ৭ বছরে ক্ষমতায় ছিলাম না। সে সময় দেশে পুণরায় ৩০ লাখ টন খাদ্য ঘাটতি হয়।
মন্ত্রী আরো বলেন, বিএনপির আমলে সার-বিদ্যুতের জন্য কৃষক চিল্লায়। এই মাটিইতো ছিলো, এই কৃষকইতো ছিল। কেন বিএনপি-তত্বাবধায়ক সরকার পারে নাই উৎপাদন বাড়াতে। কেননা তাদের সেই চোখ, মন, হৃদয় ছিল না। কি করলে কৃষক উদ্বুদ্ধ হয়, কি করলে কৃষক উৎপাদন বৃদ্ধি করতে পারে- সেই প্রযুক্তি তারা কৃষকদের হাতে তুলে দেয়নি। কিন্ত আমারা আমাদের বিজ্ঞানীদের আবিস্কার কৃষকদের হাতে তুলে দেই।
মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কৃষকলীগ গাজীপুর মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহবায়ক কাউন্সিলর হেলাল উদ্দিন।
বক্তব্য রাখেন, জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা আখতারউজ্জামান, কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আব্দুল কাদির মন্ডল প্রমুখ।
পরে হেলাল উদ্দিনকে সভাপতি ও হাজী আব্দুল কাদির মন্ডলকে সাধারণ সম্পাদক করে কৃষকলীগ গাজীপুর মহানগর শাখার কমিটি গঠন করা হয়। সম্মেলনে জানানো হয় আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।