স্টাফ রিপোর্টারঃ আগামী ২৭ ডিসেম্বর গাজীপুর আসছেন বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সেখানে জেলা ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
আজ আজ সোমবার বিএনপির গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
কর্মকর্তা শায়রুল কবির জানান, ২৭ ডিসেম্বর বিকেল ৩টায় গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জনসভা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি সূত্র জানায়, দেশ রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোটের চলমান ও আগামীর আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবেই বেগম খালেদা জিয়ার গাজীপুরের এই সফর। বিএনপি রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলাসমূহে জনসভা করার যে কর্মসূচি হাতে নিয়েছে আগামী ২৭ ডিসেম্বরের জনসভা তারই অংশ।
বিএনপি জোট বিগত ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর ঢাকার বাইরে এটা হবে জোটনেত্রী খালেদা জিয়ার একাদশ জনসভা। সর্বশেষ গত ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ব্রিজ সংলগ্ন বালুর মাঠে জনসভা করেন তিনি।
জানা গেছে, গাজীপুরে খালেদা জিয়ার এ সফরকে ঘিরে স্মরণকালের বড় ধরনের জনসভার জন্য দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার গুলশানের বাসভবনে স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র সাথে গাজীপুরের জনসভা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বেগম খালেদা জিয়া।