স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইন: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলতাফ ভূঁইয়া (৫০) এর বস্তাবন্দি লাশ বুধবার সকালে ঢাকার গাজীপুর থানার পুলিশ উদ্ধার করেছে। সে সাতগ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
পরিবারের সূত্রে জানা গেছে, সে চারদিন আগে ঢাকার মাতুয়াইলের কোনোপাড়া থেকে নিখোঁজ হয়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। বুধবার গাজীপুর থানায় গিয়ে তারা লাশ শনাক্ত করেন। সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অদুদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এটিকে একটি পরিকল্পিত হত্যাকান্ড ভেবে এবং হত্যাকান্ডের সাথে ২য় স্ত্রী মৌসুমি অথবা তার আত্মীয় স্বজনদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারনা করছেন প্রথম স্ত্রী’র লোকজন। ২য় স্ত্রীর সাথে তার ২ পুত্র সন্তান রয়েছে।
এ ঘটনায় মৌসুমি ও তার মাতা এবং এক মামাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
নিজ এলাকায় আলতাফ হোসেনের বেশ কয়েকটি টেক্সটাইল মিল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।