স্টাফ রিপোর্টারঃ দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে ৪ জানুয়ারি (রবিবার)।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। সেই হিসাবে আগামী ৪ জানুয়ারি হবে ১২ রবিউল আউয়াল।