স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া গ্রামের দুই দরিদ্র দিনমজুর পরিবারের ৪ শিশু রহস্য জনক ভাবে ১ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা থেকে নিঁখোজ রয়েছে। এ ব্যাপারে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানা যায়।
নিখোঁজ শিশুদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ইকুরিয়া গ্রামের পশ্চিম পাড়ার দরিদ্র দিনমজুর তোফাজ্জল হোসেনের কন্যা সোনিয়া (১৮) গত প্রায় ৩ বছর আগে বাড়ি থেকে ১৫ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘ দিন যাবত খোঁজাখুজি করে তার আর কোন সন্ধান পায়নি। গত সোমবার বিকেলে হঠাৎ করে বাড়ির একটি মোবাইলে নিখোঁজ সোনিয়ার কল আসে।
ছোট বোন তানিয়া (১২) মোবাইল ফোন রিসিভ করলে নিখোঁজ হওয়া সোনিয়া তাকে ফিরে এসেছে বলে পার্শ্ববর্তী নদীর ঘাটে আসতে বলে। বড় বোন ফিরে এসেছে শুনে দৌড়ে সে নদীর ঘাটে যেতে থাকে। এ সময় তার সাথে ছোট ভাই মুন্না (৭) এবং চাচা বকুল হোসেনের পুত্র চাচাত ভাই জাহিদ (৭) ও তাদের সাথে যায়। তার পর থেকে তাদের আর কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না।
এলাকার জনৈক এক রিক্সা ওয়ালা জানান, সন্ধ্যার দিকে ৪ জন শিশু তার রিক্সা দিয়ে কাপাসিয়া যাবার জন্য সাফাইশ্রী-তরগাঁও নদীর ঘাটে যায়। তার পর থেকে এ রিপোর্ট লেখা পর্য্ন্ত (২ ডিসেম্বর, মঙ্গলবার রাত ১০টা) তাদের পাওয়া যায়নি।