স্টাফ রিপোর্টারঃ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণভাবে সফল আমির খান অভিনীত সিনেমা পিকে। মুক্তির আগে এবং পরে নানা বিতর্কের মুখে পরেছে এ সিনেমা। সিনেমাটির কিছু সংলাপের কারণে বিভিন্ন সম্প্রদায় এরই মধ্যে সিনেমাটিকে বর্জনের ঘোষণা দিয়েছে। এর পরেও মাত্র নয় দিনে ৩০০ কোটির উপরে আয় করেছে সিনেমাটি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম সপ্তাহে রাজ কুমার হিরানি পরিচালিত পিকে শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে আয় করেছে ১৮০ কোটির উপরে। দ্বিতীয় সপ্তাহেও থেমে নেই পিকে সিনেমার বক্স অফিস দৌড়।
গত শুক্রবারে সিনেমাটি শুধুমাত্র ভারতে আয় করেছে ১৪.৪৪ কোটি রুপি। আর শনিবারের আয় ছিল ১৭.৪০ কোটি রূপি। সিনেমাটির শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে আয় ২১৪.৪২ কোটি রুপি। পাশাপাশি ভারতের বাইরে সিনেমাটি আয় করেছে ৮৯.৫০ কোটি রুপি। সব মিলিয়ে ৩০৩.৯২ কোটি রুপি।