স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবসের শুভেচ্ছা হিসেবে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে ফুল-ফল ও মিষ্টি পাঠিয়েছেন।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব সাইফুজ্জামান শিখর ও উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত পরিবারগুলোর কাছে এসব উপহার সামগ্রি নিয়ে যান।
শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য ৮৪ ফ্ল্যাট বিশিষ্ট একটি বহুতল বাণিজ্যিক-কাম-আবাসিক ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।