স্টাফ রিপোর্টারঃ চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে প্রয়াসী বাংলাদেশ সরকার উন্নয়ন মডেল হিসেবে নিয়ন্ত্রিত অর্থনীতির দেশটিকে অনুসরণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রবিবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে একথা বলেন তিনি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী চীনা পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে বড় ভূমিকার রাখতে পারে।
জরুরি প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, চীনকে উন্নয়নের মডেল হিসেবে বাংলাদেশ অনুসরণ করবে। চীনের উন্নয়ন মানে এশিয়ার উন্নয়ন। দু’দেশ পরস্পরকে সহায়তা করলে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য পূরণে পৌঁছাতে পারবে।
আলোচনায় বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে ‘ভালো সম্পর্কের’ কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন বলে জানান প্রেস সচিব।
একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চায়না বাংলাদেশের জরুরি (আরজেন্ট নিড) প্রয়োজনে পাশে দাঁড়াবে।
চীন বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি বাড়াবে জানান পররাষ্ট্রমন্ত্রী। অপরদিকে বাংলাদেশকে অধিক ফলনশীল ধানের জাত ও প্রযুক্তি দিয়ে সহায়তা করবে।
চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে আরো বিনিয়োগ করবে বলেও জানিয়েছেন ওয়াং ই।