স্টাফ রিপোর্টার: কৃষি বিপণন অধিদপ্তরাধীন জেলা মার্কেটিং অফিসের উদ্যোগে ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা শহরের জয়দেবপুর বাজারের মুক্তমঞ্চ এলাকায় বিভিন্ন পণ্যের দৈনিক মূল্য তালিকা নির্ধারনী বোর্ডের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নূরুল ইসলাম।
গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম জানান, ভোক্তারা যাতে না ঠকে তার জন্যে বাজারের উন্মুক্ত স্থানে পণ্যের মূল্য তালিকার বোর্ড স্থাপন করা হলো। পর্যায়ক্রমে বিভিন্ন বাজারে তা স্থাপন করা হবে। জেলা বাজার কর্মকর্তা প্রতিদিন ওই বোর্ডের তালিকার সাথে বাজার দর পর্যবেক্ষণ করবেন। কেউ এর চেয়ে বেশি দাম রাখলে তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেয়া হবে।
সোমবার বেলা ১২টার দিকে ওই বোর্ড স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন-অর রশিদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসীন, গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমেন সাহা, জেলা মৎস অফিসার আব্দুল মজিদ, জেলা বাজার কর্মকর্তা আবদুছ ছালাম, গাজীপুর নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক জুলীয়াস চৌধুরী, বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব লিঃ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম. এ কবির, জয়দেবপুর বাজার কমিটির সভাপতি আবুল হাসেম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব হোসেন সোহরাব, কোষাধ্যক্ষ বাবু কানাই লাল পাল, কার্যকরী পরিষদের সদস্য শেখ দেলোয়ার হোসেন প্রমুখ।