স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে নৈশ প্রহরীকে বেঁধে দোকানের তালা ভেঙে ৩৫৬বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা। লুট করা চালের মূল্য ৭লাখ ৮৩হাজার টাকা বলে জানা গেছে।
গত সোমবার দিবাগত রাতে শ্রীপুরের রাজাবাড়ী মধ্য বাজারের কাজল মার্কেটের ফারুক ষ্টোরে চাল লুটের ওই ঘটনা ঘটে। দোকানের স্বত্তাধিকারী অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মিলন আহমেদ জানান, গত সোমবার রাত ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। ৬জন নৈশ প্রহরী বাজারে পাহারায় ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে নৈশ প্রহরীরা তাঁকে চাল লুটের ঘটনা জানান।
নৈশ প্রহরীরা জানায়, বাজারের বিভিন্ন মোড়ে তারা পাহারায় ছিলেন। মধ্য বাজার পাহারায় ছিলেন নৈশ প্রহরী লেহাজ উদ্দিন।
লেহাজ উদ্দিন জানান, ৮থেকে ১০ সশস্ত্র দুর্বৃত্ত খালি ট্রাকযোগে এসে কিছু বুঝে ওঠার আগেই তাঁকে বেঁধে ফেলে। পরে দোকানের তালা ভেঙে ৩৫৬বস্তা চাল লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
শ্রীপুর মডেল থানার ওসি মহসিন-উল কাদির বলেন,‘চাল উদ্ধারসহ চোরদের ধরার চেষ্টা চলছে। চুরির ঘটনায় নৈশ প্রহরীরা জড়িত কিনা তাও তদন্ত করা হচ্ছে।’