স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে বন বিভাগের উদ্যোগে ছোট খালগুলো থেকে ফার্নেস ওয়েল অপসারণের কাজ শুরু হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে ১০০ নৌকা এবং ২০০ গ্রামবাসীর মাধ্যমে তেল অপসারণের কাজ শুরু করে বনবিভাগ। এই কাজে ২গগ গ্রামবাসীকে মজুরি দেবে বনবিভাগ।
এ ছাড়া এই তেল অপসারণ করে পদ্মা ওয়েল কোম্পানির কাছে বিক্রি করতে পারবে গ্রামবাসী। তেল পুরোপুরি অপসারণ না হওয়া পর্যন্ত এই কাজ চলবে বলে জানা গেছে।
এদিকে ডিসপার্সেল কেমিক্যাল বুয়েটে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়া ক্ষতিকর ফার্নেস অয়েল অপসারণে কেমিক্যাল ছিটানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে সুন্দরবনের শ্যালা নদীতে টোটাল নামের এক জাহাজের ধাক্কায় তেলবাহী ট্যাংকার ওটি সাউদার্ন স্টার-৭ ডুবে যায়। বৃহস্পতিবার ট্যাংকারটি উদ্ধার করা হয়।