স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে আগামী ২৭ ডিসেম্বর ২০ দলের সমাবেশ সফল করার লক্ষ্যে লাঠি মিছিল ও শোডাউন করেছে গাজীপুর মহানগরী ছাত্রশিবির।
বৃহস্পতিবার সকাল ১১টায় মিছিলটি ভাওয়াল কলেজ থেকে শুরু হয়ে চান্দনা চৌরাস্তা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে মহানগরী সভাপতি সালাহ উদ্দিন আইয়ুবী হুঁশিয়ার করে বলেন, ২৭ ডিসেম্বরের সমাবেশে যদি বাধা দেয়া হয় তাহলে ছাত্রশিবির ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে। তিনি যে কোন মূল্যে সমাবেশ বাস্তবায়নের ঘোষণা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক হাসনাইন আহমেদ, অর্থ সম্পাদক তাজদীদ বিন ওয়াদুদ, এইচআরডি সম্পাদক ফজলুল হক নোমান ও প্রচার সম্পাদক মিজানুর রহমান।