স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে এবং আগামী দুইদিনে হরতালের সমর্থনে গাজীপুরে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির।
এসময় মিছিলে ধাওয়া দিয়ে ৫ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নগরের মালেকের বাড়ি এলাকায় মহানগর শিবিরের সভাপতি সালাহ উদ্দিন আইয়ুবির নেতৃত্বে বের হয়ে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এগিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মিছিলে অন্যান্যের মধ্যে মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন, মহানগরী শিবিরের সাংগঠনিক সম্পাদক হাসনাইন আহমেদ, অফিস সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, অর্থ সম্পাদক তাজদিদ বিন ওয়াদুদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হাসান জানান, মিছিল বের করার আগেই ৫ জন জামায়াত-শিবিরের কর্মীকে আটক করা হয়।