স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে অগ্নিকান্ডে কৃষক নূরে আলম সিদ্দিকীর ভাড়া বাড়ির ১৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ভাড়া বাড়িতে থাকা ১৫টি পরিবারের প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২৮ ডিসেম্বর রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক নূরে আলম সিদ্দিক জানান, দুপুর সাড়ে ১২টায় হঠাৎ ভাড়া বাড়ির মাঝখানের ঘর থেকে ধোঁয়া বাহির হতে থাকলে স্থানীয়রা তাকে খবর দেয়। পরে সে ভাড়া দেওয়া বাড়িতে এসে দেখে আগুন ১৫টি ঘরে ছড়িয়ে পড়েছে। এসময় আশপাশের লোকজনের সহায়তায় তিন ঘন্টা পর দুপুর আড়াইটায় আগুন নিভাতে সক্ষম হয়। ১৫টি ঘরই স্থানীয় সাদ সান গার্মেন্টস কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। ওইসব পরিবারের সকলেই স্ব-পরিবারে এখানে বসবাস করতেন। অগ্নিকান্ডে ভাড়াটিয়া ১৫ পরিবারের ১০টি ফ্রিজ, ১৫টি টিভি, আলনা, ওয়্যারড্রপ, সুকেস, ড্রেসিন টেবিল ও খাটসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ক্ষতিগ্রস্থরা ফায়ার সার্ভিসের লোকজনের অবহেলার কথা জানান। তারা সঠিক সময়ে ঘটনাস্থলে পৌছলে আগুনে ক্ষক্ষতির পরিমাণ কম হতো।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ষ্টেশন অফিসার তাশারব হোসেন জানান, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ঠিক নয়। তিনি বলেন আগুন লাগার এক ঘন্টা পর তারা ফায়ার সার্ভিসকে অগ্নিকান্ডের খবর জানায়। পরে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।