স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরের সিংগারদীঘি গ্রামে এবার মুরগি চোর সন্দেহে সোমবার ভোরে একজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। নিহত নূরুল ইসলাম ওরফে নূরু মিয়া (৪৩) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কান্দিপাড়া এলাকার দুলু শেখের ছেলে। পরিবার নিয়ে তিনি শ্রীপুরের এমসি বাজার এলাকায় থাকতেন। এ নিয়ে গত তিন দিনে জেলায় দু’ ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোররাত ৩টার দিকে সিংগারদীঘি গ্রামের আব্দুস সালামের মুরগির খামারে ৫/৬জন লোক নিয়ে মুরগি চুরি করতে যায় নূরু। এ সময় খামারের কর্মচারীরা চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে নূরুকে ধরে ফেলে, অন্যরা পালিয়ে যায়। পরে গ্রামবাসীর পিটুনিতে গুরুতর আহত নূরুকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ওসি মোহসীন-উল-কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার ভোর রাত গাজীপুরের কাপাসিয়ার রায়নন্দ গ্রামে চোর সন্দেহে গনপিটুনীতে আব্দুর রহমান (২৫) নামে এক যুবক মারা যায়। সে কাপাসিয়া উপজেলার রায়নন্দ গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।