স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর রোববার সন্ধ্যায় খলারটেক গ্রামের জঙ্গল থেকে এক সন্তানের জননী গৃহবধূ তাসলিমা বেগমের (২৮) লাশ উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। নিহত তাসলিমা বেগম উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।
নিহতের স্বামী বাচ্চু মিয়া জানান,শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে স্থানীয় কয়েকজন লোক বাড়ি থেকে তাসলিমাকে ডেকে নিয়ে যায়। পরে সন্ধ্যার পরও তাসলিমা বাড়িতে না ফিরলে আশপাশের স্বজনদের বাসায় খুঁজে তাকে পাওয়া যায়নি। রেবাবার বিকেলে সাড়ে ৪টার দিকে ওই গ্রামের ছোট ছেলে-মেয়েরা ঝোপের ভেতর তাসলিমার লাশ দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তাসলিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাসলিমার গলার নিচে নখের আঁচড় পাওয়া গেছে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।