স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, মুসলমানরা অন্য ধর্মকে ঘৃণা করে না, ইসলাম শিক্ষার পাশাপাশি অন্য ধর্মের শিক্ষা নিতে বাধা নেই এ সময়ের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলার পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদেরকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাধখলায় নব নির্মিত কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ ও তাঁর রাসুলের প্রদর্শিত পথেই আমরা চলব। সাবেক সেনা সাসিত দু’সরকারই আমাকে তাদের মন্ত্রী পরিষদের সদস্য হওয়ার আহবান করেছে কিন্তু আমি রাজি না হওয়ায় তারা আমাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে তবুও আমি বঙ্গবন্ধুর আদর্শ থেকে এক বিন্দু সরি নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবনের শেষ প্রান্তে আমাকে মন্ত্রী বানিয়েছেন।
আসন্ন বিশ্ব ইজতেমা বিষয়ে মন্ত্রী বলেন, এবার এজতেমার মুসল্লিদের জন্য অন্য বছরের তুলনায় বেশী নিরাপত্তা ও সুযোগ-সুবিধা দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: ইকবাল হোসেন সবুজ ও শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান সহ স্থানীয় মুসল্লিবৃন্দ।