স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা সংলগ্ন একটি জুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনের সংস্পর্শে থাকা পাশের একটি পুরাতন টায়ারের গোডাউনেও আগুন ছড়িয়ে যায়।
২০ ডিসেম্বর শনিবার বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে গুদামে থাকা প্রায় ২০ টন জুট এবং প্রায় ৭০/৮০ টি পুরাতন টায়ার পুড়ে যায়। জানা গেছে, মাওনা চৌরাস্তার মোবারক হোসেন এর পুত্র ব্যবসায়ী মোকলেছুর রহমানের মালিকানাধীন জুটের গুদামে শনিবার বিকেলে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের শ্রীপুর ইউনিটের পরিচালক তোশাররফ হোসেন জানান, প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি এবং কোন হতাহতের ঘটনাও ঘটেনি। জুট ও টায়ারসহ প্রায় ৭০-৮০ হাজার টাকার ক্ষতি হয়।