ডেস্ক রিপোর্টঃ সানি লিওনের সঙ্গে নৈশভোজের সুযোগ পাচ্ছেন ১০০ পুরুষ। ম্যানকাইন্ড ফার্মার অ্যাডিকশন ডিও প্রতিযোগিতার মাধ্যমে এই সুযোগ পাচ্ছেন ১০০ বিজয়ী। পণ্যটির প্রচারণার লক্ষ্যে অনলাইনে তিন মাসের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখান থেকে বেছে নেওয়া হয় বিজয়ীদের।
জি নিউজ জানায়, চলতি বছরের ১ জুলাই থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। এতে নাম নিবন্ধন করেন ১০ হাজার পুরুষ। ৮ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতা চলে। ২০ ডিসেম্বর রাতে বিজয়ী ১০০ জনের নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা সানি লিওনের সঙ্গে নৈশভোজের পাশাপাশি অটোগ্রাফ নেওয়া ও ছবি তোলার সুযোগ পাবেন।
প্রসঙ্গত দুই বছর ধরে ম্যানকাইন্ড ফার্মার অ্যাডিকশন ডিও ও ম্যানফোর্স জন্মনিরোধক পণ্যের মডেল হিসেবে কাজ করছেন সানি লিওন।